কাজী নজরুল ইসলাম

কবিতা - বসিয়া বিজনে কে গো বিমনা

কাজী নজরুল ইসলাম | সন্ধ্যামালতী

বসিয়া বিজনে কে গো বিমনা
নিরালায় বাসন-তুলিকায়
আঁকছ কোন আলপনা।।

অনামিকায় কভু জড়াও অঞ্চল
(কভু) ভাসাও স্রোতে মালার ফুলদল
কভু আনমনে চাহ-গগন-কোণে
যেন কোন উদাসী কামনা।।

পলক নাই চোখে, মুখে নাহি বাণী
ফেলে-যাওয়া যেন কার বাঁশরীখানি।
তাহারি আগমনী অন্তরে শুনি
উছলি উঠিবে মৌন সুরধুনী
বাজিবে মধু-মুরছনা।।

৩৮
মন্তব্য করতে ক্লিক করুন