কাজী নজরুল ইসলাম

কবিতা - বউ কথা কও

কাজী নজরুল ইসলাম
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ গান, প্রেমের কবিতা

বউ কথা কও, বউ কথা কও,
কও কথা অভিমানিনী।
সেধে সেধে কেঁদে কেঁদে
যাবে কত যামিনী।।

সে কাঁদন শুনি’ হের নামিল নভে বাদল
এলো পাতার বাতায়নে যুঁই চামেলি কামিনী।।

আমার প্রাণের ভাষা শিখে
ডাকে পাখী ‘পিউ কাঁহা’,
খোঁজে তোমায় মেঘে মেঘে
আঁখি মোর সৌদামিনী।।

পরে পড়বো
৫২৪
মন্তব্য করতে ক্লিক করুন