কাজী নজরুল ইসলাম

কবিতা - চাল ভুলিয়ে দেয় রানি মোর

কাজী নজরুল ইসলাম
বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা

চাল ভুলিয়ে দেয় রানি মোর, খঞ্জন ঐ চোখ খর,
বোড়ে দিয়ে বন্দী করে আমার ঘোড়া গজ হরো!
তোমার সকল বল আগিয়ে কিস্তির পর কিস্তি দাও,
শেষে লালা-রুখ দেখিয়ে ‘রুখ’ নিয়ে মোর মাত করো!

পরে পড়বো
১৩০
মন্তব্য করতে ক্লিক করুন