কবিতা - চাঁদের মতো রূপ গো তোমার কাজী নজরুল ইসলাম প্রেমের কবিতা চাঁদের মতো রূপ গো তোমার ভরছে কলঙ্কেরই দাগে। অহংকারের সোনার বাজার ডুবছে ক্রমে ক্রান্তি-ফাগে। লজ্জা অনেক দেছ আমায়, প্রেম নাকি মোর মিথ্যা-ভাষণ! আজ তো এখন পড়ল ধরা কলঙ্ক কোন্ মুখে জাগে।। ♥ ০ পরে পড়বো ১০৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন