কবিতা - দেখা দাও ওগো দেবতা কাজী নজরুল ইসলাম সোমবার, ১৬ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা দেখা দাও, দাও দেখা, ওগো দেবতা। মন্দিরে পূজারিণী আশাহতা।। ধূপ পুড়িয়া গেছে, শুকায়েছে মালা, বন্ধ হ’ল বা দ্বার, একা কুলবালা। প্রভাতে জাগিবে সবে, রটিবে বারতা।। জাগো জাগো দেবতা শূন্য দেউলে, আরতি উঠিছে মোর বেদনার ফুলে। বাণীহীন মন্দির, কহ কহ কথা।। ♥ ০ পরে পড়বো ১২৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন