কবিতা - দেখে দেখে ভণ্ডামি সব কাজী নজরুল ইসলাম বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা দেখে দেখে ভণ্ডামি সব হৃদয় বড়ো ক্লান্ত ভাই! তুরন্ত, শারাব আনো সাকি, ভণ্ডের মুখ ভুলতে চাই! শারাব আনো বাঁধা রেখে এই টুপি এই জায়নামাজ, হব বক-ধার্মিক কাল, আজ তো এখন মদ চালাই। ♥ ০ পরে পড়বো ১৪৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন