কাজী নজরুল ইসলাম

কবিতা - ধ্যান ধরি কীসে হে গুরু

কাজী নজরুল ইসলাম

ধ্যান ধরি কীসে হে গুরু,
তুমি যোগ শিখাইতে এলে।
কানন-পথে শ্যাম যে প্রেম-বাণী
মধুকর-করে পাঠালে,
হে গুরু, কী যোগ আমি শিখিব তা ফেলে।
তুমি যোগ শিখাইতে এলে।।

পরে পড়বো
৫৯
মন্তব্য করতে ক্লিক করুন