কাজী নজরুল ইসলাম

কবিতা - ঢের কেঁদেছি ঢের সেধেছি

কাজী নজরুল ইসলাম

ঢের কেঁদেছি ঢের সেধেছি,
আর পারিনে, যেতে দে তায়।
গলল না যে চোখের জলে
গলবে কি সে মুখের কথায়।।

যে চলে যায় হৃদয় দলে
নাই কিছু তার হৃদয় বলে,
তারে মিছে অভিমানের ছলে
ডাকতে আরও বাজে ব্যথায়।।

বঁধুর চলে যাওয়ার পরে
কাঁদব লো তার পথে পড়ে,
তার চরণ-রেখা বুকে ধরে
শেষ করিব জীবন সেথায়।।

পরে পড়বো
১৩৬
মন্তব্য করতে ক্লিক করুন