কবিতা - দিও ফুলদল বিছায়ে কাজী নজরুল ইসলাম গান দিও ফুলদল বিছায়ে পথে বঁধুর আমার। পায়ে পায়ে দলি ঝরা সে ফুলদল আজি তার অভিসার।। আমার আকুল অশ্রুবারি দিয়ে চরণ দিও তার ধোয়ায়ে, মম পরান পুড়ায়ে জ্বেলো দীপালি তাহার।। ♥ ০ পরে পড়বো ৮০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন