কাজী নজরুল ইসলাম

কবিতা - দিতে এলে ফুল হে প্রিয়

কাজী নজরুল ইসলাম

দিতে এলে ফুল, হে প্রিয়,
কে আজি সমাধিতে মোর।
এতদিনে কি আমারে
পড়িল মনে মনোচোর।।

জীবনে যারে চাহনি
ঘুমাইতে দাও তাহারে,
মরণ-পারে ভেঙো না
ভেঙো না তাহার ঘুম-ঘোর।।

দিতে এসে ফুল কেঁদো না প্রিয়
মোর সমাধি-পাশে,
ঝরিল যে ফুল অনাদরে হায়-
নয়ন- জলে বাঁচিবে না সে।
সামাধি-পাষাণ নহে গো
তোমার সমান কঠোর।।

কত আশা সাধ মিশে যায় মাটির সনে,
মুকুলে ঝরে কত ফুল কীটেরি দহনে।
কেন অ-সময়ে আসিলে,
ফিরে যাও, মোছ আঁখি-লোর।।

৩৩
মন্তব্য করতে ক্লিক করুন