কবিতা - দলতে হৃদয় ছলতে পরান কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা দলতে হৃদয় ছলতে পরান দক্ষ সদা আমার প্রিয়া। তারই মিলন মাগি ঝুরে ভাগ্য-হত আমার হিয়া। গোলাব-ফুলী গাল গো তাহার, রুপালি মুখ, চিকন অধর; ফুলকে ভোলায় ফুল্লমুখী মিঠে হাসির ছিটেন দিয়া।। ♥ ০ পরে পড়বো ৯৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন