কাজী নজরুল ইসলাম

কবিতা - দোপাটি লো লো করবী

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ গান

দোপাটি লো, লো করবী, নেই সুরভি রূপ আছে।
রঙের পাগল রূপ-পিয়াসী সেই ভালো আমার কাছে।।

গন্ধ-ফুলের জলসাতে তোর
গুণীর সভায় নেইকে আদর,
গুল্ম-বনে দুল হয়ে তুই দুলিস একা ফুল-গাছে।।

লাজুক মেয়ে পল্লী-বধূ জল নিতে যায় একলাটি,
করবী নেয় কবরীতে, বেণীর শেষে দোপাটি।

গন্ধ লয়ে স্নিগ্ধ মিঠে
আলো করে থাকিস ভিটে,
নাই সুবাস সাথে, গায়ে কাঁটা,
সেই গরবে মন নাচে।।

পরে পড়বো
৮৬
মন্তব্য করতে ক্লিক করুন