কবিতা - দরিদ্রেরে যদি তুমি কাজী নজরুল ইসলাম বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা দরিদ্রেরে যদি তুমি প্রাপ্য তাহার অংশ দাও, প্রাণে কারুর না দাও ব্যথা, মন্দ কারুর নাহি চাও, তখন তুমি শাস্ত্র মেনে না-ই চললে তায় বা কি! আমি তোমায় স্বর্গ দিব, আপাতত শারাব নাও! ♥ ০ পরে পড়বো ৮৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন