কবিতা - দয়িত মোর! অল্পে এত কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা দয়িত মোর! অল্পে এত ছাড়ব তোমায় কেমন করি মরকত-নীল ও-কেশ-ফাঁসে যতক্ষণ না প্রাণ বিসরি। লোহিত চুনির ঠোঁট গো তোমার মোর জীবন-শক্তি সে যে, লক্ষ প্রবাল বিনিময়েও পারব না তা দিতে, গোরি! ♥ ০ পরে পড়বো ৭৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন