কবিতা - দ্রাক্ষা সাথে ঢলাঢলির কাজী নজরুল ইসলাম সোমবার, ০২ জুন ২০২৫ বিবিধ কবিতা দ্রাক্ষা সাথে ঢলাঢলির এই তো কাঁচা বয়স তোর, বৎস, শারাব-পাত্র নিয়ে ঠায় বসে দাও আড্ডা জোর। একবার তো নূহের বন্যা ভাসিয়েছিল জগৎখান, তুইও না হয় ভাসিয়ে দিলি মদের স্রোতে জীবন তোর! ♥ ০ পরে পড়বো ১২১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন