কবিতা - দুই জনাতেই সইছি সাকি কাজী নজরুল ইসলাম বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা দুই জনাতেই সইছি সাকি নিয়তির ভ্রুভঙ্গি ঢের, এই ধরাতে তোমার আমার নাই অবসর আনন্দের। তবুও মোদের মাঝে আছে মদ-পিয়ালা যতক্ষণ সেই তো ধ্রুব সত্য, সখী, পথ দেখাবে সেই মোদের! ♥ ০ পরে পড়বো ৯১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন