কবিতা - দুই জনাতেই সইছি সাকি কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা দুই জনাতেই সইছি সাকি নিয়তির ভ্রুভঙ্গি ঢের, এই ধরাতে তোমার আমার নাই অবসর আনন্দের। তবুও মোদের মাঝে আছে মদ-পিয়ালা যতক্ষণ সেই তো ধ্রুব সত্য, সখী, পথ দেখাবে সেই মোদের! ♥ ০ পরে পড়বো ৮৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন