কাজী নজরুল ইসলাম

কবিতা - দুঃখে আমি মগ্ন প্রভু

কাজী নজরুল ইসলাম
বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা

দুঃখে আমি মগ্ন প্রভু, দুয়ার খোলো করুণার!
আমায় করো তোমার জ্যোতি, অন্তর মোর অন্ধকার।
স্বর্গ যদি অর্জিতে হয় এতই পরিশ্রম করে-
সে তো আমার পারিশ্রমিক, নয় সে দয়ার দান তোমার।

পরে পড়বো
১১২
মন্তব্য করতে ক্লিক করুন