কাজী নজরুল ইসলাম

কবিতা - দুঃখ ক্লেশ শোক পাপ তাপ শত

কাজী নজরুল ইসলাম
সোমবার, ১৬ জুন ২০২৫ গান

দুঃখ ক্লেশ শোক পাপ তাপ শত
শ্রান্তি মাঝে হরি শান্তি দাও দাও।।

কাণ্ডারী করতার পার করো করো পার
উত্তাল তরঙ্গ অশান্তি-পারাবার,
অভাব দৈন্য শত হৃদি-ব্যথা-ক্ষত,
যাতনা সহিব কত প্রভু কোলে তুলে নাও।।

হে দীনবন্ধু করুণাসিন্ধু,
অম্বর ব্যাপি ঝরে তব কৃপা-বিন্দু,
মরুর্ মতন চেয়ে আছি নব ঘনশ্যাম-
আকুল তৃষ্ণা লয়ে, প্রভু পিপাসা মিটাও।।

পরে পড়বো
১০২
মন্তব্য করতে ক্লিক করুন