কাজী নজরুল ইসলাম

কবিতা - এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে

কাজী নজরুল ইসলাম
সোমবার, ১৬ জুন ২০২৫ গান

এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে।
হায়, রহি রহি সেই মুখ পড়িছে মনে।।

বিজলিতে সেই আঁখি
চমকিছে থাকি থাকি,
শিহরিত এমনি সে বাহু-বাঁধনে।।

কদম-কেশরে ঝরে তার স্মৃতি,
ঝরঝর বারি যেন তারি গীতি।
হায় অভিমানী হায় পথচারী,
ফিরে এসো ফিরে এসো তব ভবনে।।

শনশন বহে বায় সে কোথায় সে কোথায়,
নাহি নাহি ধ্বনি শুনি উতল পবনে হায়,
চরাচর দুলিছে অসীম রোদনে।।

পরে পড়বো
১০৫
মন্তব্য করতে ক্লিক করুন