কবিতা - এই যে প্রমোদ-ভবন কাজী নজরুল ইসলাম সোমবার, ০২ জুন ২০২৫ বিবিধ কবিতা এই যে প্রমোদ-ভবন যেথায় জলসা ছিল বাহরামের, হরিণ সেথায় বিহার করে, আরাম করে ঘুমায় শের! চির-জীবন করল শিকার রাজশিকারি যে বাহরাম, মৃত্যু-শিকারির হাতে সে শিকার হল হায় আখের। ♥ ০ পরে পড়বো ১০৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন