কবিতা - এক নিশ্বাস প্রশ্বাসের এই দুনিয়া কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা এক নিশ্বাস প্রশ্বাসের এই দুনিয়া রে ভাই, মদ চালাও! কালকে তুমি দেখবে না আর আজ যে জীবন দেখতে পাও। খামখেয়ালির সৃষ্টি এ ভাই, কালের হাতে লুঠের মাল, তুমিও তোমার আপনাকে এই মদের নামে লুটিয়ে দাও! ♥ ০ পরে পড়বো ৭৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন