কাজী নজরুল ইসলাম

কবিতা - একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে

কাজী নজরুল ইসলাম

একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে।
খেলার ছলে ওপার পানে এপার হতে।।
আসবে গো এ গাঙের কূলে হয়তো ভুলে
আমার প্রিয়া
খোঁপায় নেবে আমার গানের কমল তুলে
আমার প্রিয়া।
খুঁজতে আমায় আসবে সুরের নদী-পথে।।

নাম-হারা কোন গাঁয়ে থাকে অচেনা সে
না-ই জানিলাম, গান ভেসে যাক তাহার আশে।
নদীর জলে আলতা-রাঙা পা ডুবায়ে
রয় সে মেয়ে,
গানের কমল লাগে গো তার কমল-পায়ে
উজান বেয়ে।
সেদিন অমর হয় মোর গান
যায় অমরায় পুষ্পরথে।।

পরে পড়বো
৯৫
মন্তব্য করতে ক্লিক করুন