একলা গানের পায়রা উড়াই,
সে কাছে নাই গো, সে কাছে নাই।
চাঁদ ভালো লাগে না- তার চেনা কার যেন
ইহুদি মাকড়ি,
সে কেন কাছে নাই, অভিমানে ঝরে যায়-
গোলাপের পাঁপড়ি।
ফিরোজা আকাশের জাফরানী জোছনায়
মন ভরে না, কি যেন চাই গো
কি যেন চাই।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন