কাজী নজরুল ইসলাম

কবিতা - এলে কি বঁধু ফুল-ভবনে

কাজী নজরুল ইসলাম

এলে কি বঁধু ফুল-ভবনে
মেলিয়া পাখা নীল গগনে।।

একা কিশোরী লাজ বিসরি
তোমারে স্মরি সঙ্গোপনে,
এসো গোধূলির রাঙা লগনে।।

পাতার আসন শাখায় পাতা,
বালিকা কলির মালিকা গাঁথা,
দিনু গন্ধ-লিপি ভোর পবনে।।

৪২
মন্তব্য করতে ক্লিক করুন