কাজী নজরুল ইসলাম

কবিতা - এসো বঁধূ ফিরে এসো

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ গান

এসো বঁধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান।
দিব ও-চরণে ডারি’ মোর তনু মন প্রাণ।।

জানি আমি অপরাধী তাই দিবানিশি কাঁদি,
নিমেষের অপরাধের কবে হবে অবসান।।

ফিরে গেলে দ্বারে আসি বাসি কিনা ভালোবাসি,
কাঁদে আজ তব দাসী, তুমি তার হৃদে ধ্যান।।

সে-দিন বালিকা-বধূ শরমে মরম-মধু
পিয়াতে পারিনি বঁধূ আজ এসে কর পান।।

ফিরিয়া আসিয়া হেথা দিও দুখ দিও ব্যথা,
সহে না এ নীরবতা হে দেবতা পাষান।।

পরে পড়বো
৭৫
মন্তব্য করতে ক্লিক করুন