কাজী নজরুল ইসলাম

কবিতা - ফেরি করি ফিরি আমি

কাজী নজরুল ইসলাম

ফেরি করি ফিরি আমি
আল্লাহ্ নবীর নাম।
দেশ-বিদেশে পথে-ঘাটে
হাঁকি সুব্হ-শাম।।

কলমা শাহাদতের বাণী
যে বারেক বলে একটুখানি,
চাওয়ার অধিক দেয় আমারে
মোর সওদার দাম।।

দাম দিয়ে সব দুনিয়াদারি
মিটায় দেনা;
অমূল্য এই আল্লাহর নাম
কেউ চাবে না।

আল্লাহ্ নামের ফেরিওয়ালায়
ডাকে ওরা শেষের বেলায়,
ঐ নাম দিয়ে সে আখেরে পায়
বেহেশ্তি আরাম।।

৩০
মন্তব্য করতে ক্লিক করুন