কবিতা - জ্ঞান যদি তোর থাকে কিছু কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা জ্ঞান যদি তোর থাকে কিছু- জ্ঞানহারা হ সত্যিকার, পান করে নে শাশ্বতী সে সাকির পাত্রে সুরার সার! সেয়ান-জ্ঞানী! তোর তরে নয় গভীর আত্মবিস্মৃতি, সব বোকারা জ্ঞান লভে না সত্যিকারের জ্ঞানহারার। ♥ ০ পরে পড়বো ১০৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন