কবিতা - ঘেরিয়া গগন মেঘ আসে কাজী নজরুল ইসলাম গান, প্রকৃতির কবিতা ঘেরিয়া গগন মেঘ আসে। বিহ্বল ধরণি, দশ দিশি কাঁপে তরাসে।। বিদ্যুৎ ঝলকে ঝামর অলকে, ঝমঝম ঝাঁঝর বাজে ঘন আকাশে।। শিখী নাচে হরষে বারিধারা বরষে, চাতক চাতকী পাগল পিয়াসে! ♥ ০ পরে পড়বো ১০৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন