কাজী নজরুল ইসলাম

কবিতা - ঘন ঘোর বরিষণ মেঘ-ডমরু বাজে

কাজী নজরুল ইসলাম

ঘন ঘোর বরিষণ মেঘ-ডমরু বাজে
শ্রাবণ রজনী আঁধার।
বেদনা-বিজুরি-শিখা রহি রহি চমকে
মন চাহে প্রেম অভিসার।।

কোথা তুমি মাধব কোথা তুমি শ্যামরায়!
ঝরিছে নয়ন-বারি অঝোর ধারায়;
কদম-কেয়া-বনে ডাহুকী আনমনে
সাথি বিনা কাঁদে অনিবার।।

৩৬
মন্তব্য করতে ক্লিক করুন