কাজী নজরুল ইসলাম

কবিতা - ঘোর তিমির ছাইল

কাজী নজরুল ইসলাম
সোমবার, ১৬ জুন ২০২৫ গান

ঘোর তিমির ছাইল
রবি শশী গ্রহ তারা।
কাঁপে তরাসে ভীতা ধরণি
অসীম আঁধারে হারা।।

প্রলয়েশ মহা কাল
এলায়েছে জটাজাল,
নাচিছে ঝড়ের বেগে
সুরধুনী-জলধারা।।

চমকি চমকি ওঠে
চপলা চপল-ফণা,
লুকাইল শিশু-শশী,
মুরছিতা দিগঙ্গনা।
চাতকী চাতক-বুকে
বিভল কাঁদিয়া সারা।।

পরে পড়বো
১৩৮
মন্তব্য করতে ক্লিক করুন