কাজী নজরুল ইসলাম

কবিতা - হে পাষাণ দেবতা

কাজী নজরুল ইসলাম | সন্ধ্যামালতী

হে পাষাণ দেবতা-
মন্দির দুয়ার খোল, কও কথা কও কথা।।

দুয়ারে দাঁড়ায়ে শ্রান্তিহীন দীর্ঘদিন
অঞ্চলের পুজাঞ্জলি
শুকায়ে যায় উষ্ণ বায়
আঁখিদীপ নিভিছে, হায়
কাঁপিছে তনুলতা।।

শুভ্রবাসে পূজারিণী, দিনশেষে
গোধূলি গেরুয়া রংহের প্রিয়
লাগে এসে
খোল দ্বার, শরুণ দাও সহে না আর নীরবতা।।

৩৮
মন্তব্য করতে ক্লিক করুন