কবিতা - হে শহরের মুফতি কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা হে শহরের মুফতি! তুমি বিপথ-গামী কম তো নও, পানোন্মত্ত আমার চেয়ে তুমিই বেশি বেহুঁশ হও। মানব-রক্ত শোষো তুমি, আমি শুষি আঙুর-খুন, রক্ত-পিপাসু কে বেশি এই দু’জনের, তুমিই কও! ♥ ০ পরে পড়বো ৮০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন