কবিতা - হেলে-দুলে বাঁকা কানাইয়া গোকুলে চলে কাজী নজরুল ইসলাম গান হেলে-দুলে বাঁকা কানাইয়া গোকুলে চলে।। গোপ-নারী ভুলি স্বজন যৌবন মন পায়ে তার লুটায়, বংশী বাজায়ে সে গোকুলে চলে।। দলে দলে গোপ-রাখাল ব্রজ-দুলাল নাচে তমাল-ছায়, পুষ্প-মালঞ্চে বনান্তে আনন্দে গোপাল চলে।। ♥ ০ পরে পড়বো ৭৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন