কাজী নজরুল ইসলাম

কবিতা - হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি

কাজী নজরুল ইসলাম

হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি।
নিশিশেষে চাঁদ- পূর্ণিমা চাঁদ-
গেলে মিশি,
গত নিশি।।

নয়ন মুদি কুমুদী ঐ-
কাঁদে প্রিয় কই,
পিউ কাহাঁ, পিউ কাঁহা, পিউ কাঁহা,
দশ দিশি।
গত নিশি।।

৩৮
মন্তব্য করতে ক্লিক করুন