প্রভাতে জাগিল সকল যাত্রী
তোরা ঘুমাস্ নে আর রাত্রি ভাবি,
দেখাবে বিশ্ব-পথিকের সাথে
তোদের সে-পথে চলার থাবি।
অতীতের মোহ হউক ছিন্ন
বর্তমানের কুঠারাঘাতে;
ঘুমায়েছে যারা জাগুক তাহারা
তোদের রুদ্র অশনি-পাতে।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন