কবিতা - যেমনি পাবি মন দুই মদ কাজী নজরুল ইসলাম বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা যেমনি পাবি মন দুই মদ- যেখানে হোক যদিই পাস- অমনি পানোন্মত্ত ওরে, সে মদ-স্রোতে ডুবে যাস! যেমনি খাওয়া অমনি হবি আমার মতো মুক্ত-প্রাণ, ভেসে যাবে রাশ-ভারি তোর ঋষির মতো দাড়ির রাশ। ♥ ০ পরে পড়বো ৯৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন