কবিতা - ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন কাজী নজরুল ইসলাম গান ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন বনানী-কুন্তল এলাইয়া ধরণী কাঁদিছে পড়ি’ চরণে শনশন শনশন।। দোলে ধূলি-গৈরিক পতাকা গগনে, ঝামর কেশে নাচে ধূর্জটি সঘনে। হর-তপোভঙ্গের ভুজঙ্গ নয়নে, সিন্ধুর মঞ্জীর চরণে বাজে রনরন রনরন।। ♥ ০ পরে পড়বো ৭৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন