কবিতা - ঝরা ফুল দলে কে অতিথি কাজী নজরুল ইসলাম শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ গান ঝরা ফুল দলে কে অতিথি সাঝেঁর বেলা এলে কানন-বীথি।। চোখে কি মায়া ফেলেছে ছায়া যৌবন মদির দোদুল্ কায়া। তোমার ছোঁয়ায় নাচন লাগে দখিন হাওয়ায় লাগে চাদেঁর স্বপন বকুল চাঁপায়, কোয়েলিয়া কুহরে কূ কূ গীতি।। ♥ ০ পরে পড়বো ১০৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন