কবিতা - জিকে তনু মনে লেগেছে রঙ কাজী নজরুল ইসলাম গান জিকে তনু মনে লেগেছে রঙ লেগেছে রঙ। বঁধূর বেশে ধরা সেজেছে অভিনব ঢং।। কাননে আলো-ছায়া, নয়নে রঙের মায়া, দোলে দোদুল্ কায়া পরানে বাজিছে সারং।। সে-রঙে সাগর-কোলে কত চাঁদ রবি দোলে, বাজে গগন তলে জলদ-তালে মেঘ-মৃদং।। ♥ ০ পরে পড়বো ৬৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন