কবিতা - জবাকুসুম-সঙ্কাশ কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা জবাকুসুম-সঙ্কাশ ঐ উদার অরুণোদয়। অপগত তমোভয়। জয় হে জ্যোতির্ময়।। জননীর সম স্নেহ-সজল নীল গাঢ় গগন-তল, সুপেয় বারি প্রসূন-ফল তব দান অক্ষয়। অপহত সংশয়। জয় হে জ্যোতির্ময়।। ♥ ০ পরে পড়বো ৬৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন