কাজী নজরুল ইসলাম

কবিতা - যোগ্য হাতে জ্ঞানীর কাছে

কাজী নজরুল ইসলাম

যোগ্য হাতে জ্ঞানীর কাছে ন্যস্ত করো এই জীবন,
নির্বোধদের কাছ থেকে ভাই থাকবে তফাত দশ যোজন!
জ্ঞানী হাকিম বিষ যদি দেয় বরং তাহাই করবে পান,
সুধাও যদি দেয় আনাড়ি- করবে তাহা বিসর্জন!

পরে পড়বো
৭৪
মন্তব্য করতে ক্লিক করুন