কবিতা - জল দাও – দাও জল কাজী নজরুল ইসলাম | সন্ধ্যামালতী রবিবার, ২০ জুলাই ২০২৫ গান জল দাও,- দাও জল! জল দাও, মরু-পথে মরি তৃষ্ণায়, সাহারার মত হৃদিতল।। আঁখিজল পিয়া, পিয়া! এতদিন বেঁচেছিনু; সে আঁখি আজ-জল-হীন। সে কি ছল? তব নয়ন সদাই করিত যে ছলছল।। ♥ ০ পরে পড়বো ৮২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন