কাজী নজরুল ইসলাম

কবিতা - জোছনা-স্নাহসিত মাধবী নিশি আজ

কাজী নজরুল ইসলাম

জোছনা-স্নাহসিত মাধবী নিশি আজ।
পরো পরো প্রিয়া রাসন্তী রাঙা সাজ।।

রাঙা কমল-কলি দিও কর্ণমূলে-
পরো সোনালি চেলি নব সোনালি ফুলে।
স্বর্ণলতার পরো সাতনরী হার-
আজি উৎসব-রাত, রাখ রাখ গৃহ-কাজ।।
পরো করবী মূলে নব আমের মুকুল,
হাতে কাকন পরো গেঁথে অতসীর ফুল
দূরে গাহুক ডাহুক পাখি
সখি, মুখর নিলাজ।।

৪১
মন্তব্য করতে ক্লিক করুন