কাজী নজরুল ইসলাম

কবিতা - জয় বাণী বিদ্যাদায়িনী

কাজী নজরুল ইসলাম

জয় বাণী বিদ্যাদায়িনী।
জয় বিশ্বলোক-বিহারিণী।।

সৃজন-আদিম তমো অপসারি
সহস্রদল কিরণ বিথারি
আসিলে মা তুমি গগন বিদারি
মানস-মরাল-বাহিনী।।

ভারতে ভারতী মূক তুমি আজি,
বীণাতে উঠিছে ক্রন্দন বাজি,
ছিন্ন চরণ-শতদলরাজি
কহিছে পীড়ন-কাহিনী।।

ঊর মা আবার কমলাসীনা,
করে ধর পুন সে রুদ্র বীণা,
নব সুর তানে বাণী পরাধীনা
জাগাও অমৃত-ভাষিণী।।

২৫
মন্তব্য করতে ক্লিক করুন