কাজী নজরুল ইসলাম

কবিতা - জুঁই-কুঞ্জে বন-ভোমরা কেন গুঞ্জে গুনগুন

কাজী নজরুল ইসলাম

জুঁই-কুঞ্জে বন-ভোমরা গুঞ্জে গুনগুন!
প্রেম-ঝর্নার মধু-মঞ্জুরি বাজে বক্ষে রুনুঝুন।।

মন-গোলাপের পাঁপড়ি কাঁপে কেন গো
স্বপন দেখে পালিয়ে যাওয়া বুলবুলি যেন গো,
চুড়ি কঙ্কণে কোন আনমনা পেয়ালা বাজায়
রিনিঠিনি ঠুনঠুন।।

ছলছল চোখে চাঁদ আশমানে জলসায়
সঙ্গিনী তারাদের ভুলে ধরার কুমুদীর পানে কেন চায়,
হৃদয়ের এই নির্দয় খেলা দেখে
হাস্নুহানা হেসে খুন।।

২৯
মন্তব্য করতে ক্লিক করুন