কাজী নজরুল ইসলাম

কবিতা - কালা এত ভালো কি হে কদম্ব গাছের তলা

কাজী নজরুল ইসলাম

কালা এত ভালো কি হে কদম্ব গাছের তলা।
আমি দেখ্ছি কত দেখ্ব কত তোমার ছলা কলা।।

আমি জল নিতে যাই যমুনাতে
তুমি বাজাও বাঁশি হে,
মনের ভুলে কলস ফেলে
তোমার কাছে আসি হে,
শ্যাম দিন-দুপুরে গোকুলপুরে (আমার) দায় হল পথ চলা।।

আমার চারদিকেতে ননদ-সতীন দুকূল রাখা ভার,
আমি সইব কত আর,
ওরা লুকিয়ে হাসে দেখে মোদের
গোপন লীলার ছলা।।

পরে পড়বো
৬৫
মন্তব্য করতে ক্লিক করুন