কবিতা - কায়কোবাদের সিংহাসন কাজী নজরুল ইসলাম সোমবার, ০২ জুন ২০২৫ বিবিধ কবিতা কায়কোবাদের সিংহাসন আর কায়কাউসের রাজমুকুট, তুসের রাজ্য একছিটে এই মদের কাছে সব যে ঝুট! ধর্ম-গোঁড়ার উপাসনার কর্কশ যে প্রভাত-স্তব তাহার চেয়ে অনেক মধুর প্রেমিক-জনের শ্বাস অফুট। ♥ ০ পরে পড়বো ১০২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন