কাজী নজরুল ইসলাম

কবিতা - কে দেখেছে সরল মনের

কাজী নজরুল ইসলাম

কে দেখেছে সরল মনের
প্রিয়া গো- যে দেখব আমি!
আমার মতো অনেকে ঐ
প্রাণ-পীড়নের মুক্তিকামী।
করব কী আর- পরান-প্রিয়,
তুমিই যদি কপট এত!
আমার মতো ভাগ্য সবার
দেখনু সমান বিপথ-গামী।।

পরে পড়বো
৬৫
মন্তব্য করতে ক্লিক করুন