কবিতা - খৈয়াম- যে জ্ঞানের তাঁবু করল সেলাই কাজী নজরুল ইসলাম সোমবার, ০২ জুন ২০২৫ বিবিধ কবিতা খৈয়াম- যে জ্ঞানের তাঁবু করল সেলাই আজীবন, অগ্নিকুণ্ডে পড়ে সে আজ সইছে দহন অসহন। তার জীবনে সূত্রগুলি মৃত্যু-কাঁচি কাটল, হায়! ঘৃণার সাথে বিকায় তারে তাই নিয়তির দালালগণ! ♥ ০ পরে পড়বো ১২৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন