কাজী নজরুল ইসলাম

কবিতা - খৈয়াম! তোর দিন দুয়েকের

কাজী নজরুল ইসলাম
বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা

খৈয়াম! তোর দিন দুয়েকের এই যে দেহের শামিয়ানা-
আত্মা নামক শাহনশাহের হেথায় ক্ষণিক আস্তানা।
তাম্বুওয়ালা মৃত্যু আসে আত্মা যখন লন বিদায়,
উঠিয়ে তাঁবু অগ্রে চলে; কোথায় সে যায় অ-জানা।

পরে পড়বো
১৩৮
মন্তব্য করতে ক্লিক করুন